সমাজের আলো : শ্যামনগর উপজেলায় রবিবার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ী ও লকডাউন অমান্য করে বাস বা মাইক্রোবাসে যাত্রী পরিবহনের জন্য যাত্রী ডাকাডাকি করায় ৪জনকে মোবাইলকোর্টে চব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার নুরনগর বাজারে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে মোবাইলকোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শ্যামনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে কঠোর লকডাউন চলাকালে সরকারি নিয়ম অমান্য করে বাস বা মাইক্রোবাসে যাত্রী পরিবহনের জন্য যাত্রী ডাকাডাকি করায় ৪ জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.