সমাজের আলো :  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে করোনা পজিটিভ বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া নতুন করে ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২২ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন ও বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৫৯ জন।




Leave a Reply

Your email address will not be published.