এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে ” প্রজেক্ট অন্নযোগ” এর উদ্বোধন। মোঃ রাহাতুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত ও হত-দরিদ্র শিশুদের পুষ্টিকর খাদ্য-খাবার নিশ্চিত করনের জন্যে “প্রজেক্ট অন্নযোগ” এর শুভ উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজুল ইসলাম সভাপতি সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ক্লাব,আরোও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কাউন্সিলের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সালেকা হক কেয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস শোকর শাওন, মোঃ কাইছারুজ্জামান হিমেল ও মোঃ আলামিন হোসেন সহকারী শিক্ষক সাতক্ষীরা লিটিল এন্জেল স্কুল,এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার কো-অর্ডিনেটর ফারিয়া সুলতানা যুথী,সামিউজ্জামান শ্রাবন,শারিকা রহমান,শেখ ইরতিয়াজ হোসেন, মিঃ আবির,রাকিন হাসান,রিপন দাস,প্রত্যয় মৃদহা জান্নাতুন নাঈমা প্রমুখ। প্রতিমাসে কতই না মানুষের জন্মদিন থাকে! আমাদের প্রতিনিয়ত বন্ধু- বান্ধব, আত্নীয় -স্বজন,ও পরিচিত অনেকের জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় জন্মদিন। শুধু মাত্র জন্মদিন ই না আড়ম্বরপূর্ণ অনেক অনুষ্ঠান পালন করি আমরা। কখনো পথশিশুদের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালন করার কথা ভেবেছেন? হ্যা,এরকম একটি ভিন্নধর্মী আয়োজন নিয়ে এগিয়ে এসেছে এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ইউনিট “প্রজেক্ট অন্নযোগ” এর মাধ্যমে, যেখানে প্রতিমাসে নির্দিষ্ট একটি দিনে সেই মাসে জন্ম নেওয়া সকল সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন অনুষ্ঠান আয়োজন করবে। আজকে সাতক্ষীরা জেলা ইউনিট এরকম আয়োজন দিয়ে এই প্রয়াসের যাত্রা শুরু করলো। এভাবে প্রতিমাসে সুবিধা বঞ্চিত শিশুরা একটি দিন পাবে আনন্দের,নির্মল খুশির এবং নিজেকে আবিষ্কার করবে অন্যভাবে এই প্রত্যাশা আমাদের সকলের। প্রজেক্ট অন্নযোগ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি ফুড সাপোর্ট সার্ভিস। যেখানে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বিয়েবাড়ি সহ অন্যান্য অনুষ্ঠানে বেচে যাওয়া খাবার রিপ্যাকিং করে সুবিধা বঞ্চিত শিশুদের প্রদান। সুবিধা বঞ্চিত শিশুদের প্লাস্টিকের বিনিময়ে খাবার প্রদান করে থাকে।




Leave a Reply

Your email address will not be published.