সমাজের আলো। ।হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কপিল দেব এখন বিপদমুক্ত এবং তিনি সুস্থ্য আছেন। তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতা কামনা করেছেন সমর্থকরা। ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় হরিয়ানা হ্যারিকেনের। ১৯৮৩ সালে তার নেতৃত্ব প্রথম বিশ্বকাপ জয় করে ভারত। সেই বিশ্বকাপে ১৭৫ রানের চমৎকার একটি ইনিংসও খেলেছিলেন কপিল।




Leave a Reply

Your email address will not be published.