সমাজের আলো। ।করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতে। এর মধ্যে ব্রিটেনে একদিনে ১৬ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ব্রিটিশ সরকারের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এটিই আক্রান্তের নতুন রেকর্ড। এর আগের দিনেও করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৬৫০ জন। ওই তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যদিও গত ২৮ দিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৫০ জন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহেই বেড়েছে। ফলে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্যান্য স্থানীয় নেতাদের করোনার বিধি নিষেধ আরও কঠোর করেতে বাধ্য করবে




Leave a Reply

Your email address will not be published.