শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা গ্রামের দুই মুক্তিযোদ্ধা সোলায়মান গাজী ও আজিজুল হকের নাম আজও মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি। তথ্যানুসন্ধান, সরেজমিনে পরিদর্শন এবং ভাতাভোগী বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, মহান মুক্তিযুদ্ধে সম্মুখভাবে অংশগ্রহণের জন্য অন্যান্যদের মতো কাশিমাড়ী ইউনিয়নের এই দুই মুক্তিযোদ্ধাও পার্শ্ববর্তী দেশ ভারতে ট্রেনিং এ অংশ নেন। শেষ ব্যাচের ট্রেনিং শেষ করে দেশ স্বাধীন হওয়ার পূর্বমুহূর্তে দেশে এসে শেষ যুদ্ধে অংশ নেওয়ার পরপরই বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পায়। ট্রেনিং এ অংশ নেওয়া অনেক সহচারী চূড়ান্ত মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা পেয়ে আজ তারা মুক্তিযোদ্ধা ভাতাভোগী। অথচ দুর্ভাগ্যবশত অন্যান্য মুক্তিযোদ্ধার মতো কাশিমাড়ীর ঘোলার সোলায়মান গাজী এবং আজিজুল হকের নাম আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি, ভাতাভোগীও নয়। মুক্তিযোদ্ধা তালিকায় অপেক্ষমান মুক্তিযোদ্ধা আজিজুল হক ও সোলায়মান গাজী জানান, মুক্তিযুদ্ধের প্রায় দেড় মাস আগে যুদ্ধে অংশ নেওয়ার লক্ষে ট্রেনিং নেওয়ার জন্য অন্যান্য সহচারীদের সাথে আমরা দু’জনও কালিপূজার দিনে প্রিয় মাতৃভূমি ত্যাগ করে ভারতে পাড়ি জমাই। তৎকালীন ঘোলা গ্রামের ফহালাক গাজী আমাদেরকে ট্রেনিংয়ের জন্য ভারতে যেতে সহায়তা করার ফলে রাজাকার বাহিনী তার ঘরবাড়ি লুট করে দেয়। এরপর কৃষ্ণনগরের বিশিষ্ট ডাক্তার অমল মন্ডলের সহায়তা ১৫- ২০ জনের মতো একটি দল আমরা শ্যামনগরের নুরনগরের কুলতলি সীমান্ত পার হয়ে টাকিতে এবং সেখান থেকে বশিরহাট হয়ে ভারতের ধলছিটি ক্যাম্পে গিয়ে ট্রেনিং এ যোগদান করি। ক্যাম্পে আমাদের ট্রেনিং করাতেন ভারতের সিদাম বাবু। এছাড়াও ক্যাম্পে সাতক্ষীরার সাকাতসহ অন্যান্যরা আমাদেরকে প্রশিক্ষণ দিতো। আমাদের ক্যাম্পের ইনচার্জে ছিল প্রিন্সিপাল আব্দুল হক সাহেব। আমাদের প্রশিক্ষণের শেষ ব্যাচ হিসেবে এক থেকে দের মাস আমরা প্রশিক্ষণে অংশ নেয়। এরপর প্রশিক্ষণের শেষ পর্যায়ে দেশে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক চলে আসে। এমতাবস্থায় দেশ স্বাধীনতা হওয়ার পূর্ব মুহূর্তেই আমরা মাতৃভূমিতে পদার্পণ করে মুক্তিযুদ্ধের শেষাংশে যোগদান করে স্বাধীনতার প্রথম স্বাদ গ্রহণ করি। তবে এক সাথে ট্রেনিং এবং যুদ্ধে অংশ নিয়েও অন্য সহচরীদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত খাতায় নাম লিপিবদ্ধ হয়ে আজ তারা শেখ সাহেবের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। অথচ একই সাথে মুক্তিযুদ্ধের ট্রেনিং করে এবং একই সাথে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেও আমাদের দুজনের মু্ক্িতযুদ্ধের চূড়ান্ত খাতায় নাম ওঠেনি এবং মুক্তিযোদ্ধা হিসেবে সরকার প্রদত্ত কোন সুযোগ সুবিধা আজও পর্যন্ত পাইনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই দুই মুক্তিযোদ্ধা তাই আক্ষেপের স্বরে বলেন, জীবনের শেষপ্রান্তে এসেও যদি মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাই তবে মরনের পরে নিয়ে আমরা কি করব। তাই শেখ সাহেবের কণ্যা বর্তমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন জীবনের শেষ প্রান্তে এসে আমরা যেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাই, উনি যেন আমাদের সেই ব্যবস্থা করেন। সত্তোরোর্ধ বয়সের সোলায়মান গাজী আরও বলেন, জীবনের শেষ প্রান্তে এসে সংসার চালানোর জন্য এখনও আমার ইটের ভাটায় কাজ করতে হচ্ছে। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবং বর্তমান মুক্তিযোদ্ধালীগের সভাপতি দেবী রন্জন মন্ডল বলেন, মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া শ্যামনগর উপজেলা থেকে ৯০ জনের একটি তালিকা সংশি¬ষ্ট দপ্তরে পাঠিয়েছি। তারা যাচাই বাছাই করে দেখে সিদ্ধান্ত নিবেন। তবে এই তালিকার মধ্যে উপজেলার ঘোলা গ্রামের সোলায়মান গাজী ও আজিজুল হকের নাম আছে। এই দুই ব্যক্তি ভারতের ধলতিয়া ক্যাম্পে আমার সাথে ট্রেনিংরত অবস্থায় ছিল। পরে আমি পিফা হয়ে বিহারে চলে যায়। উক্ত ব্যক্তিদ্বয় ধলতিয়া ক্যাম্পে ট্রেনিংরত ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *