সমাজের আলো: করোনা-পরবর্তী সময়ে কিভাবে চলবে প্রাথমিক বিদ্যালয় তার গাইড লাইন তৈরি করেছে গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়।
প্রাথমিক বিদ্যালয় যখন খুলবে তখন এক দিন অর্ধেক শিক্ষার্থী স্কুলে যাবে, বাকি অর্ধেক যাবে অন্য দিন। এভাবে এক দিন পর এক দিন স্কুলে যাবে শিক্ষার্থীরা। স্কুলে প্রবেশের আগে সাবান-পানি দিয়ে শিক্ষার্থীদের হাত ধুতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীসহ সবার তাপমাত্রা মেপে স্কুলে ঢুকতে হবে। এসব নানা প্রস্তাব রেখেই কভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় পুনরায় চালু করার গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন এই বিষয়ে বলেন, দু-এক দিনের মধ্যেই এটা নীতিমালা আকারে জারি করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো সিদ্ধান্ত হয়নি জানান তিনি।।




Leave a Reply

Your email address will not be published.