সমাজের আলো : বেসরকারী সংস্থা সুশীলন দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানের জন্য সাতক্ষীরা জেলার ৬টি ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী,ঘোনা ও আলিপুর, শ্যামনগর উপজেলার নূরনগর, কৈখালি ও রমজাননগর ইউনিয়নে ১৯২৫পরিবারকে(বৈকারী-৩৪৫পরিবার,ঘোনা-৩০৪পরিবার,আলিপুর-৩১৩পরিবার,নূরনগর-৩১০পরিবার,কৈখালী-৩২৮ পরিবার ও রমজাননগর-৩২৫ পরিবার) পরিবার প্রতি ৩০০০/= (তিন হাজার) টাকা নগদ, গায়ে মাখা সাবান ০৮টি, হুইল পাউডার ০১ কেজি, কাপড়ের মাক্স ১০পিছ, সানিটারী ন্যাপকিন ০১ প্যাকেট (১০পিছ), ওরস্যালাইন ২০পিছ, স্যান্ডেল ০১ জোড়া বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে। করোনাকালীন লকডাউন এর সময়ে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নে ৩০৪ টি পরিবার ও শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নে ৩২৮টি পরিবার এই মালামাল এবং অর্থ হাতে পাওয়ায় অসহায় পরিবারগুলি দারুনভাবে উপকৃত হচ্ছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দৈনিক জাগরণ পত্রিকার সাতক্ষীরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আলহাজ্জ্ব আকবর কবীর, কৈখালি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ রহিম, সুশীলন এর সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান সহ ইউনিয়নের সদস্য বৃন্দ ও সুশীলন এর বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.