সমাজের আলো : কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের ইটভাটার সামনে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে সাইয়েদা পারভীন জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১৩টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। কাঠ পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে। এ জন্য এ ধরনের পরিবেশের ভারসাম্য ক্ষতি হওয়া ভাটা ভেঙে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই কাঠ পোড়ানো ভাটা যদি কখনো পুনরায় চালু করে তাহলে অভিযোগ পেলে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানা সাব ইন্সপেক্টর আলী হোসেন, কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মেজবাহ উদ্দিনসহ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published.