সমাজের আলো : কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহার বিরুদ্ধে প্যানেল গঠনে ষড়যন্ত্রের অভিযোগে পরিষদের ছয় সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।বৃহস্পতিবার (৯ডিসেম্বর) কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছয় সদস্যের স্বাক্ষরিত দাখিলকৃত দরখাস্তে জানা যায়, উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল গঠন উপলক্ষে গত ১৮ নভেম্বর পরিষদের প্রথম মিটিংয়ের আলোচনানুযায়ী গত ২৪ নভেম্বর প্যানেল গঠনের দিন ধার্য হয়। কিন্তু ইউপি সচিব গত ২৩ নভেম্বর মোবাইল ফোনে সদস্যদের জানান, ট্যাগ অফিসার থাকতে পারবেন না বলে ২৪ নভেম্বর প্যানেল গঠন কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্যানেল গঠনের তারিখ জানানো হবে বলে ইউপি সচিব জানিয়ে দেন সদস্যদের। গত ৫ ডিসেম্বর পরিষদে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মিটিংয়ের বিবিধ আলোচনায় জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা সদস্যদের জানান, প্যানেল গঠন তার মনমতো না হলে তিনি রেজুলেশনে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে তিনি প্যানেল করবেন না। সরকারের দায়িত্ব আছে, সরকার প্যানেল গঠন করবেন। মিটিংয়ে চেয়ারম্যানের এহেন বক্তব্যে সদস্যরা প্যানেল গঠনে চেয়ারম্যান বিশাখা সাহার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। চেয়রম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগকারি সদস্যরা হলেন, মনিরুজ্জামান, রেজাউল বিশ্বাস, আসমত আলি, মোকলেছুর রহমান, হামিদা খুন ও তানজিলা খাতুন।




Leave a Reply

Your email address will not be published.