সমাজের আলো : ৫ জানুয়ারি কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে নির্বাচন শান্তিপুর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনের পরে সহিংসতা এড়াতে ইউনিয়নব্যাপী পুলিশের টহল জোরদার করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল আসলামকে পিছনে ফেলে স্বতন্ত্র প্রার্থী সাঈদ আলী গাজী মোটরসাইকেল প্রতীকে ২১০১ ভোট বেশি পেয়ে এগিয়ে গেছে।

নব নির্বাচিত মেম্বররা ঢাক-ঢোল পিটিয়ে বিজয় মিছিল ও পথসভা করেছে। নব নির্বাচিত চেয়ারম্যান সাঈদ আলী গাজীর পক্ষ থেকে বিজয় মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচনের পরবর্তী সহিংসতা এড়াতে ইউনিয়নব্যাপী পুলিশের টহল অব্যাহত আছে। খোরদো পুলিশ ফাড়ির এসআই রইচউদ্দীন (রইচ), এএসআই আক্তারুজ্জামানসহ একদল পুলিশ কুশোডাঙ্গা ইউনিয়নব্যাপী দিন রাত টহল দিচ্ছে। কোথাও কোন ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকার হাটবাজার চায়ের দোকানে জয় পরাজয়ের হিসাব নিকাশের গল্প হচ্ছে। ভিন্ন এলাকার নেতাকর্মী ভোটাররা সাঈদ গাজীর সাথে দেখা করার জন্য কুশোডাঙ্গা বাজারে সমবেত হচ্ছে। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের পরিকল্পনা। জায়গা সংক্রান্ত বিষয়ে কুশোডাঙ্গা বাজার সাঈদ গাজীর অফিসে আলোচনা হয়েছে। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার জন্য উপর মহলে যোগাযোগ করার বিষয়ে ভোটারদের আশ্বাস দেওয়া হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.