সমাজের আলো : ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ ভাবে দোকান ঘর নির্মান করা হচ্ছে। যার অধিকাংশ জমি সরকারি খাস জমি।
জমি গুলো সবই চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা করছে বলে এমনটা দাবি করছেন এলাকা বাসি।
ইতিমধ্যে জেলাপ্রশাসক বরাবর, এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকার ৪০ জন সাক্ষরিত পৃথকভাবে ২ টি দরখাস্ত দেওয়া হয়েছে।
এলাকা বাসি বলেন এই কুশোডাঙ্গা বাজারের অধিক অংশ জমি সরকারি খাস জমি।
যারা খাস জমির উপরে অবৈধ দোকান নির্মান করছে তারা তাদের জমির সাথে সরকারি জমি যুক্ত করে তার উপর নির্মান করছে।
তারা বলেন এই জমি বেশকিছুদিন ধরে ঝামেলা চলছে। কিছুদিন আগে নির্মাণের কাজ উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিলো।
কিন্তু এখন আবার শুরু করেছে নির্মানের কাজ।
এলাকাবাসী আরো বলেন,
প্রথম জামাতের চেয়ারম্যান ছিলো
পরবর্তীতে বিএনপি’র সময় এক বছরের জন্য চেয়ারম্যানের পদ পান সাবেক চেয়ারম্যান আজিজ মুক্তি মারা যাওয়ার পর।
বর্তমানে তিনি নৌকার বিপক্ষে ভোট করে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন।
তিনি আওয়ামী লীগের একজন কর্মী বলে দাবি করলেও আওয়ামী লীগে তার কোনো পদ নেই।
আমিন আলী সরদার গং দের ৫ শতক রেকর্ডিয় জমি আছে। যাহার আর এস দাগ নং ১০৪৭, আর এস খতিয়ান নং ৭২৯।উক্ত দাগের পার্শ্বে সরকারী আর এস দাগ নং ১০৪৬,খতিয়ান নং ১/১ জমির পরিমান ২ শতক উক্ত আমীন আলী গংয়ের নিজস্ব ৫ শতক জমি এবং সরকারি ১০৪৬ দাগের ২ শতক জমি সহ মোট ৭ শতক জমির উপরে একতলা বিশিষ্ট দোকানঘর নির্মাণ করিতেছে।
যাহার মালিক এখন আব্দুল আহাদ এবং ব্যবসায়ী শফিকুল ইসলাম।
চা ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, এই জমি নিয়ে বেশ কিছুদিন ধরে গ্যাঞ্জাম চলছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল এখন আবার শুরু করেছে।
তিনি আরো বলেন এই বাজারে যতগুলো দোকান আছে যেগুলোর মধ্যে খাস জমি রয়েছে।
একজন চা ক্রেতা বলেন, এখানে যে অবৈধ জায়গার উপরে দোকানগুলো রয়েছে সেই সব দোকান গুলির মালিক চেয়ারম্যানের আত্মীয়।
এই বিষয়ে ১০ নম্বর কুশাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজি এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিয়েছে পারলে জেলা প্রশাসক এসে কিছু করুক।
তাছাড়া জমিটা মালিকানা, ওখানে কোন খাস জমি নাই।
জারা অভিজোগ করেছেন তারা সম্পূর্ণ ভুল, না যেনে না বুঝে অভিজোগ করেছে।
যেটা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরো বলেন জেলা প্রশাসকের কাছে যারা দরখাস্ত দিয়েছে তাদের সামনে নিয়ে আসেন।
এই বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এলাকার কিছু মানুষের দাবী সরকারি জমি থেকে দোকান ঘর উচ্ছেদ করা হোক এবং সঠিকভাবে পরিমাপের জন্য সরকারি লোক দ্বারা মাপা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আগেও পাঁচ-ছয়বার নায়েব এসেছে কিন্তু টাকা পয়সা খেয়ে কিছু করতে পারেননি।প্রশাসনের কাছে দাবি রইল সঠিক বিচার টা যেন এলাকা বাসি পাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *