সমাজের আলো : কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই ¯সলোগানকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপা’র আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, অর্থ সহায়তা প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রামান্যচিত্র প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন-থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভিন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক সোহাগ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধি, সাংবাদিক ও মহিলা বিষযক অধিদপ্তরের নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ৭জন অসহায়- দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ, ২৮জন নারীর মাঝে ২লাখ ৩৩হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *