সমাজের আলো : ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন (প্রোডাক্ট প্রোমোশন) সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) আশার সহযোগী প্রতিষ্ঠান ওয়াস এসডিজি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হয়। সোমবার (৮আগস্ট) সকালে কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ওয়াস ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন-এইচপি আশার সাতক্ষীরার টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন-হোপ ফর দি পুওরেষ্ট এইচপি কলারোয়ার মার্কেট ডেভেলপমেন্ট কর্মকর্তা রোকসানা পারভীন। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ক্রেতা ব্যবস্থাপনা, দীর্ঘদিন ক্রেতা ধরে রাখার কৌশল, ফিড ব্যাক ব্যবস্থাপনা ও পণ্যের গ্যারান্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন ক্রেতা ধরে রেখে ক্রেতার চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার বিষয়ে দক্ষতা অর্জন করেন যার ফলে উদ্যোক্তারা কলারোয়া পৌরসভা এলাকায় স্থায়িত্বশীল ওয়াস পণ্য উৎপাদন ও সেবা প্রদান অব্যাহত রাখতে পারবেন। প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে রুহুল আমিন, শাহজাহান, আঃ রউফ, আবু হাসান, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, পলাশ হোসেন, রাজিবুল ইসলাম, রাহুল, জাহাঙ্গীর হোসেন, আলমগীর কবির লিটন, রতœা বেগম, রেজওয়ানা আক্তার, মোহৎ আলী, জুলফিকার আলী সহ অন্যান্যরা। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *