সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী। ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ৮ নং কেরালকাতা ইউনিয়নে সরকারে ভর্তুকি মূল্যের ১৫ টাকা দরের চাল পাচ্ছেনা ১১৩০ কার্ড ধারি। কেরালকাতা ইউনিয়নে বিভিন্ন গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমান মেম্বারদের গুরুত্ব দিচ্ছে না চেয়ারম্যান মোরশেদ আলী। সরকারের ভর্তুক মূলে চালের কার্ড তৈরি করছেন কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের বিএনপির (সাবেক) সহ-সভাপতি মৃত শওকত আলী পুত্র কেরালকাতা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান। সাধারণ ভোটারদের ভাষ্য কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান ৪ জন সম মোরশেদ আলী, তার মেঝ ভাই মশিউর রহমান, জিল্লু ও জলিল এই বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সাহেবের আমলে যে সকল গরীব অসহায় পরিবার সরকারের ১০ টাকা মূল্যর চাল পেত তাদেরকে বাদ দিয়ে মোরশেদ চেয়ারম্যান বিএনপি ও জামাত নেতাদের সাথে পরামর্শ করে চালের কার্ড তৈরি করছে। কেরালকাতা ইউনিয়নের এক আ,লীগের সহ-সভাপতি জানিয়েছেন চেয়ারম্যান মোরশেদ আলী ইউনিয়নে সময়দেন না সাধারণ ভোটারদের যে কোন কাজের জন্য যেতে হয় মশিউর রহমান, জিল্লু ও জলিলের কাছে। এছাড়া গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সরকার কতৃক ১৫ টাকা মূল্যর যে চাল ডিলারদের মধ্যমে দেওয়ার কথা চেয়ারম্যান মোরশেদ আলী পরিবারের সদস্যদের কারনে সেই চাল পাচ্ছেনা ১১৩০ কার্ড ধারিরা। কেরালকাতা ইউনিয়নের ভিক্ষুক রহিমন বিবির সাথে কথা বললেন তিনি সমাজের আলোকে বলেন বাবা আমি অসহায় আমি মোরশেদ চেয়ারম্যান আমলে ঠিক মত চাল পায়না যদি পেতাম তাহলে খেয়েদেয়ে বাঁচতাম এখন আর আগের মত গ্রামে যেতে পারিনা রোগে ওষুধ কিনতে পারিনা। কেরালকাতা ইউনিয়নের বর্তমান মেম্বারদের কয়েক জন বিভিন্ন দপ্তরে নাম পরিবর্তন না করে চাল দেওয়ার জন্য অনুরোধ করে আবেদন করেছে। কিন্তু কলারোয়া উপজেলা প্রশাসন সঠিক ভাবে তদারকি করছে বলে জানিয়েছে তারা। কলারোয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন আমরা খাদ্য বান্ধব কার্ড পরিবর্তন করতে চাইনি কিন্তু চেয়ারম্যান মোরশেদ আলী বিভিন্ন অজুহাত দেখিয়ে কার্ড পরিবর্তন করছে এই বিষয়ে আমাদের ইউনো স্যার অবগত আছেন। কেরালকাতা ইউনিয়নের ১১৩০জন কার্ড ধারিদের দাবি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক এই বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশা করেন তারা এবং যাহারা প্রকৃত কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে যেন কার্ড দেওয়া হয় এই দাবি তাদের। এই বিষয়ে ফোনে দিলে চেয়ারম্যান এর ফোন বন্ধ পাওয়া যায়। ।




Leave a Reply

Your email address will not be published.