সমাজের আলো : বহিস্কার করা হচ্ছে কলারোয়ার কেরালকাতা ইউনিয়ানের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। মাদক ও জামায়াতের সাথে সম্পর্ক ও দলের সুনাম নষ্টের অভিযোগে তাদের বিরুদ্ধে ব‍্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানান, সমাজের আলোর প্রতিবেদন তিনি দেখেছে। এটি জেলা ও কেন্দ্রের সাথে কথা বলে সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে ব‍্যাবস্থা গ্রহন করা হবে।সভাপতি জানান, তদন্তের পর ব‍্যবস্থা গ্রহন করা হবে।
সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সুমন জানান, ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটি মারাত্মক। তাদেরকে দলে রাখা হবে না। অনেকে টাকা দিয়ে কমিটি নিয়েছে। এ জন‍্য এমনটি হয়েছে।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান,কেরালকাতায় আমার বাড়ি। সকলের চিনি না। তিনি বলেন পরে জেনেছেন কেরেলকাতা ইউপির ছাত্র লীগ সকলে জামায়াত ও বিএনপি পরিবার থেকে এসেছেন। গোলাম মোর্শেদ তার মত করে কমিটি করেছে। মাদকের সাথে জড়িত তারা। এমন ছাত্র লীগের জন‍্য দলের সুনাম নষ্ট হচ্ছে। আমিসহ আওয়ামী লীগের নেতারা এ কমিটির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.