সমাজের আলো : সাতক্ষীরা কলারোয়ার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের স্বরজিত দাস নামে এক ব্যক্তি বিরুদ্ধে সরকারি রাস্তার দুইটি বড় বাবলা গাছ কাটার অভিযোগ উঠেছে৷গত রবিবার (৭ নভেম্বর) বিকালে ইউনিয়নের জয়নগর কদমতলা এলাকার রাস্তার উপর থাকা দুইটি সরকারি গাছ কাটার ঘটনা ঘটেছে বলে যানায় ইউপি সদস্য রওশন আলী৷

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, জয়নগর দক্ষিন পাড়া এলাকার বেনাকুড়ির মাঠে মৃত ফকির দাসের ছেলে স্বরজিত দাস রাস্তার পাশে এক ফালি জমিতে আবাদ করেন সেই জমির পাশে রাস্তার ধারে দুইটি বাবলা গাছ স্বরজিত দাস প্রভাব বিস্তার করে নিজের দাবি করে কেঁটে নিয়েছেন।সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে অস্ত্র দিয়ে বাবলা গাছ কেটে কয়েকটি ফালি পড়ে আছে ও গাছের গুড়ি গুলো সরিয়ে নেওয়া হয়েছে ৷

ইউপি সদস্য রওশন আলী বলেন, স্বরজিত দাস নামের এক যুবক প্রশাসনকে না জানিয়ে সরকারি রাস্তার উপর থাকা দুইটি বড় বাবলা গাছ কেটে নিয়েছেন৷ বিষয়টি জানতে পারলে সরসকাটি নায়েবকে জানানো হয় পরে নায়েব দুইজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টির সরেজমিনে তদন্ত করেন।গাছ কাটার বিষয়ে স্বরজিত দাসের ছেলে প্রভাস দাস জানায়, বাবলা গাছ দুইটি হেলে রাস্তার উপরে পড়েছিলো মানুষের যাতায়াতের অসুবিধার কথা ভেবে কেটে নিয়েছেন তারা।

এই বিষয়ে সরসকাটি নায়েব আব্দুল আজিজ জানায়, প্রাথমিক পর্যায়ে দুইজন প্রতিনিধি পাঠিয়ে গাছ কাটার ঘটনাটির সত্যতা পেয়ে গাছ ও গুড়িগুলো জব্দ করা হয়েছে। সেই সাথে জমি দখলের বিষয়ে সন্দেহ হওয়ায় স্বরজিত দাসের কাছে তার জমির নথিপত্র চাওয়া হয়েছে৷জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, স্থানীয় নায়েব ও ইউপ সদস্য সরেজমিনে পরিদর্শন করে দুইটি কাটা বাবলা গাছ উদ্ধার করেছেন৷ অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন গাছ দু’টি রাস্তার উপর হেলে পড়ে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছিল এলাকাবাসীরা তাকে ডাল পালা ছাটতে বল্লে তিনি দুটি গাছ কেটেছেন৷ তবে যে ব্যাক্তি গাছ কেটেছে তাকে ভূমি অফিসে তলব করে তার জমির কাগজপত্র যাচাই করছেন যদি তিনি সরকারি গাছ কেটে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যদি তিনি তার জমির কাগজপত্র অনুযায়ী গাছের প্রাপ্য হন তাকে গাছ ফেরত দেওয়া হবে তবে অন্যায়ভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট কারীদের ছাড় দেওয়া হবেনা ৷




Leave a Reply

Your email address will not be published.