সমাজের আলো :  বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলায় ভাইকে ফঁসির আদেশ দেওয়া হয়েছে । আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মফিজুর রহমান এ রায় প্রদান করেন । এ মামলায় হত্যার শিকার আপন ভাই,ভাবি,ভাইপো ও ভাইজি।তাদের কে আপন ভাই রাইহানুল কূপিয়ে হত্যা করে চার জনকে ।প্রসঙ্গত কলারোয়ার উপজেলা খলিসা গ্রামে ছোট ভাই রাইহানুল ১৪ অক্টোবর রাতে বড় ভাই মোঃ শাহীনুর রহমান(৪০) ভাবী সাবিনা খাতুন(৩০), তাদের ছেলে ব্রজবক্স সরকারি প্রাথমিক বিদ্যূালয়েরে তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসমিন সুলতানাকে (৮) কোমল পানীয় এর সাথে ঘুমের বাড়ি খাওয়ায় রায়হানুল। পরদিন ১৫ অক্টোবর ভোর চারটার দিকে হাত ও পা বেঁধে তাদেরকে একে একে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।দু’সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আজ মঙ্গলবার রায় প্রদানের রায় ঘোষনার রায় দিন ছিল। সাতক্ষীরার সিনিয়র দায়রা জজ আদালতে বিচারক মফিজুর রহমান ফাঁসির রায় প্রদান করেন ।ষ্ট্রপক্ষের পিপি এড. আব্দুল লতিফ বলেন, মামলার ১৮ জন সাক্ষীর জবানবন্দি, রায়হানুলের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, জব্দ তালিকা ও বাদির দায়েরকৃত এজাহার সাক্ষ্য প্রদানকালে হুবহু মিল থাকায় আসামী রায়হানুলের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ মামলার একমাত্র আসামি রায়হানুলকে ফাঁসিতে ঝুলিয়ে রায় মৃত্যুদন্ড কার্যকর রায় প্রদান করেন।হত্যাকারী রায়হানুল ওই পরিবারের ৪ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে লাশের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত শাহীনুরের শ্বাশুড়ি কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে থানায় ১৫ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।




Leave a Reply

Your email address will not be published.