সমাজের আলো : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে সংক্রান্ত ঘটনায় মামলা দায়েরের জন্য বরের পরিবারের কাছ থেকে নেওয়া ঘুষের টাকার আংশিক ফেরত দিয়েছেন পুলিশের অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর মিজান মিয়া বিজয়ের মামা বাবুল মিয়ার কাছে স্থানীয় গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়। যদিও তিনি বর পক্ষ থেকে ২৪ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিজান মিয়া বিজয়ের মা সাবিনা আক্তার বলেন, ‘গত শনিবার এএসআই কামরুল হাসান গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে আমার পিতা কলিম উদ্দিনের কাছে ঘুষের ১৫ হাজার টাকা ফেরত পাঠায়। ওই টাকা আমার পিতা না নিয়ে ফেরত দেয়। পরে সন্ধ্যার দিকে মানিক উচাখিলা বাজারে আমার ছোট ভাই বাবুলের কাছে ১৫ হাজার টাকা ফেরত দেয় এবং মানিকের মোবাইলে বাবুলের সঙ্গে এএসআই কামরুলের কথা হয়। ভয়ে ঘুষের টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমরা কাউকে জানাইনি। তবে বর ও কনে পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার গণমাধ্যমে প্রকাশের পর ভয় কেটে যায়। তবে বাকি টাকা কবে ফেরত দেবে এটা কামরুল জানায়নি।’এদিকে বর পক্ষের আংশিক টাকা ফেরত দিলেও কনে পক্ষের কাছ থেকে নেওয়া ২৭ হাজার টাকা এখনও ফেরত দেননি এএসআই কামরুল।




Leave a Reply

Your email address will not be published.