সমাজের আলো : পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ইনছাপ আলী নামে এক ব্যক্তি গুরুতর জখম হলে ঘটনাস্থল থেকে পিতাকে বাঁচাতে তার পুত্র ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।
জানা যায়, শনিবার ২৪ জুলাই বিকাল ৩.৩০টার সময় কলারোয়া উপজেলার বাটরা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে ইনছাপ আলীর বাড়িতে একই গ্রামের আমজেদ আলী সরদার ও তার ২ পুত্র ফারুক হোসেন এবং মামুন হোসেন গাছি দা ও লাঠিসোটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ইনছাপ আলীর পুত্র তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করলে কলারোয়া থানার এএসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এ সুযোগে আমজেদ আলী ইনছাপ আলীর বসত বাড়ির ক্রয়কৃত ৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাঁশের ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে নেয়।এ বিষয় ইনছাপের স্ত্রী মাছুরা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং জিআর-৩১/২৮২। এ বিষয়ে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামী আটকের চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published.