ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরার কলারয়ায় ঈদুল আজহার পর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যে দিয়ে লকডাউন বাস্তবায়িত হচ্ছে৷ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে যশোর সাতক্ষীরা মহাসড়কসহ অন্য জেলার সাথে সংযোগ স্থল ও উপজেলার গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনা পুলিশের টহল জোরদার করে বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ও পরিবার সমাজ ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ নিজ নিজ সচেতনতায় মানতে হবে৷ মোটরসাইকেল চাকলের অবশ্যই হেলমেট পরে রাস্তায় বিশেষ প্রয়োজন মেটাতে বেরহতে হবে৷ মাস্ক বিহীন জনসমাগম করে অবাধ চলাফেরায় বিধিনিষেধ ভঙ্গের কারনে ৩জনকে ২ হাজার টকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.