সমাজের আলো:  সাতক্ষীরা কলারোয়ায় এক ইউপি সদস্য প্রার্থীকে মারপিট করে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা রিটানিং অফিসার বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে আহত ইউপি সদস্য পদপ্রার্থী উপজেলার তালুন্দিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে বাবুল আক্তার জানান-তিনি ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করছেন।তার প্রতীক মোরগ। তিনি নির্বাচন অফিসের দেওয়া সময়ের মধ্যে তার ওয়ার্ডে মোরগ মার্কার প্রতীক নিয়ে প্রচার করছেন। ৮সেপ্টেম্বর রাত ৯টার দিকে তিনি প্রচার শেষে গড়গড়ি বাজারের রফির চায়ের দোকানের সামনে পৌছালে জনসম্মুখে হুমকি দিয়ে নির্বাচন হতে সরে যেতে বলেন। এসময় ইউপি সদস্য প্রার্থী বাবুল আক্তার রাজি না হলে রবিউল হাসানের হুকুমে বিবাদী রবিউল হাসান, আক্তারুল ইসলাম, গোলাম রসুল, মফিজুলসহ ১৫/২০জন ব্যক্তি দলবদ্ধ হয়ে তাকে এলোপাতাড়ীভাবে মারপিট করে। এসময় তার ডাকচিৎকারে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে অভিযুক্ত রবিউল হাসানের ফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published.