সমাজের আলো : কলারোয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে রবি ও খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় উপজেলার ১৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে স্বাগত বক্তব্য দেন-কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ইমরান হোসেন। উল্লেখ্য- উপজেলায় এবার ৮০বিঘা গম, ৮০ বিঘা সরিসা, ৪০ বিঘা সূর্যমুখী, ১০০বিঘা মরিচ, ১২০ বিঘা টমেটো, মোট-৪২০জন কৃষি পূনর্বাসন ও রোর ধান-৪২০বিঘা, ২০বিঘা গম, ৮০০বিঘা সরিসা, ১২০বিঘা সূর্যমুখী, ৮০বিঘা ভুট্টা, ১০ বিঘা মুগ ডালের বরাদ্দ দেয়া হয়েছে। সর্বমোট-১৪৮০জন কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.