সমাজের আলো : সুসজ্জিত গরুর গাড়িতে করে এসে শপথ নিয়েছেন কলারোয়া উপজেলার হেলাতলা ইউপির নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরা। বুধবার বিকেলে সুসজ্জিত গরুর গাড়িতে করে এসে শপথ নিয়েছেন কলারোয়া উপজেলার হেলাতলা ইউপির নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরা। বুধবার বিকেলে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য গরুর গাড়িতে চড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। সাতক্ষীরা কলারোয়া উপজেলার হেলাতলা ইউপি নির্বাচনে বিজয়ী সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা এ কাজ করেন। আজ বুধবার বিকেল চারটায় কলারোয়া উপজেলা প্রশাসন এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ইউপি সদস্যদের শপথ পাঠ করান। এ সময় অতিথি হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৭ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যসহ ১০৮ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.