সমাজের আলো: কলারোয়ায় ইজিবাইকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাবলু (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাবলু পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত খন্দকার আলী আকবারের ছেলে। এ ঘটনায় তিনি শুক্রবার বিকালে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। হাফিজুর রহমান বাবলু জানান, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় একজন ইজিবাইক চালক তার গাড়ীতে এক যাত্রী নিয়ে আসে। তখন গদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মুরাদ হোসেন জনি সেখানে ইজিবাইক চালকের কাছে ২০টাকা চাঁদা দাবি করেন। এনিয়ে তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ওই ইজিবাইক চালক আমার (হাফিজুর রহমান বাবলু) কাছে এসে এর বিচার দাবী করেন। আমি তার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাছে শুনেবুঝে তাদের মধ্যে মিলমিশ করতে গেলে জনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী মারপিট শুরু করে। এতে মাথা কেটে জখমপ্রাপ্ত হয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’




Leave a Reply

Your email address will not be published.