কলারোয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে এক দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে “ উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷
উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৪ টি প্যাভিলিয়নে উপজেলার সকল সরকারি দপ্তর, ডিজিটাল সেন্টার, ব্যাংক, সকল মোবাইল ব্যাংকিং কার্যক্রম, তথ্য আপা অফিস, কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে মেলায় অংশ গ্রহণ করে৷
৪টি প্যাভিলিয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র পৃথক ভাবে উপস্থাপন করা হয় এর মধ্যে প্যাভিলিয়ন ১ – উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন -২ ডিজিট সেবা, প্যাভিলিয়ন -৩, হাতের মুঠোয় সেবা, প্যাভিলিয়ন-৩ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ইত্যাদি বিভিন্ন বিষয় সমূহের সেবা প্রদর্শন করা হয়৷
উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী সভা অনুষ্ঠিত হয়৷ সভা শেষে সকল অতিথি ও দর্শনার্থী, শিক্ষক – শিক্ষার্থীরা মেলা ঘুরে সকল দপ্তরের সেবা প্রদর্শন করে৷ উপজেলা প্রশাসন সূত্র জানায় বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের করা হবে৷

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নছর, সাবেক অধ্যক্ষ আবু বকর, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, শিক্ষা কর্মকর্তা এইচএম রোকুনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার প্রমূখ৷

 

ফারুক রাজ।।




Leave a Reply

Your email address will not be published.