তালায় দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রতিপাদ্য বিষয় “বিদ্যুৎ ও পানি অপচয় রোধ”, “ইন্টারনেটে আসক্তির ক্ষতি”, “ফাস্ট ফুডের ক্ষতি” এবং “সৌর বিদ্যুতের সম্ভাবনা”। বুধবার (৯ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদো পারভীন পাঁপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন প্রমুখ। মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৫-২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

তালা প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.