সমাজের আলো : সরকারি জমি দখল করে বসতবাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জালালাবাদ বাজারে।এলাকাবাসী জানান, শংকরপুর গ্রামের পল্লী চিকিৎসক মিজানুর রহমান ১৯৮৫ সালে জালালাবাদ বাজারে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোসলেম আহম্মেদের কাছ থেকে ১শতক জমি ক্রয় করে সেখানে দেড় শতক জমি দখল করে বসত বাড়ি ও দোকান ঘর নির্মাণের চেষ্টা করে। এসময় এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জায়গা মাপজরিপ করে তার নির্মাণাধীন দোকান ঘর ভেঙে দিয়ে স্থাপনা বন্ধের নির্দেশ দেন। তিনি বদলী হয়ে যাওয়ার পরে জালালাবাদ ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ম্যানেজ করে আবারও ওই জায়গায় দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে জালালাবাদ ইউনিয়ন ভুমি কর্মকর্তা জানান-তিনি মিজানুর রহমানকে জমি মাপজরিপের পর দোকান ঘর নির্মাণের কথা বলেছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আবারও তিনি দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন, ওই স্থানে সরকারের ১৮শতক জমি রয়েছে। তিনি ওই জমি মাপ দিয়ে বের করে নিবেন। এদিকে অভিযুক্ত পল্লী চিকিৎসক মিজানুর রহমান নাম প্রকাশ না করার সত্তে জানান, উপজেলার এক নেতার নির্দেশে ওই দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী কয়েক দিনের মধ্যে দোকান ঘর নির্মাণের কাজ সম্পন্ন হবে। জালালাবাদ বাজার ও এলাকাবাসীরা অবৈধ দোকান ঘর উচ্ছেদের দাবীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.