সমাজের আলো : জমির ধান কেটে নেয়ার ঘটনায় প্রতিবাদ করাতে এক গৃহবধূকে মারপিট করেছে প্রতিপক্ষরা। এঘটনায় নারী বাদী হয়ে কলারোয়া থানায় ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে- বৃহস্পতিবার (২১অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ওই গ্রামের আহত গৃহবধু নাছিমা খাতুন জানান, ২১অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষ ইদ্রিস আলী, শওকত আলী, আব্দুস সামাদ, তৌহিদুজ্জামান, মনি, শামিনুর রহমান, কামরুল ইসলাম, আবুল হোসেন দলবদ্ধ হয়ে অবৈধ ভাবে রামচন্দ্রপুর মাঠে তাদের লাগানো পাকা ধান কাটতে থাকে। খবর পেয়ে তিনি মাঠে যাওয়া মাত্র প্রতিপক্ষরা এগিয়ে এসে তাকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এসময় মাঠে ফেলে টানা হেছড়া করে শ্লীতাহানী করে। পরে তাকে আহত অবস্থায় কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় তিনি ন্যায় ও বিচারের জন্য কলারোয়া থানায় একটি অভিযোগ করেন। এদিকে অভিযুক্ত- ইদ্রিস আলী বলেন-তার বয়স ৯০বছর চলে তিনি কিভাবে মারামারি করবেন। লাঠি ছাড়া চলতে পারেন না। তার নিজের জমিতে লাগানো ধান কেটেছেন। এসময় প্রতিপক্ষ এনছের আলী, হয়রত আলী, মইফুল ইসলাম, হৃদয় হোসেন, হাসান আলী, নাছিমা খাতুন, ময়না খাতুন বাধা দেয়। তাদের হামলায় তুহিন হোসেন (২৮) আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় তারা ৭জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.