ফারুক হোসাইন রাজ, স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার কলারোয়ায় সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে৷ বুধবার (১৫ জুন) দুপুরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘের” ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন৷ সংগঠনটির প্রধান উপদেষ্টা অষ্ট্রোলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টুর নির্দেশনায় প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির নেতৃত্বে পাবলিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে আট শতাধিক মেধাবী শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাদ্যযন্ত্র ব্যান্ডের ধ্বনিতে মুখরিত হয়ে একটি র‌্যালী বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়৷

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যাক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ কামাল রেজা৷

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন,অবঃ শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক ইমাদুল হক, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি মোঃ আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ, আশিকুজ্জামান,আজমল হোসেন, রাসেল কবীর, তৌহিদুজ্জামান,রোকনুজ্জামান সাংবাদিক ফারুক হোসেন রাজু মোঃ তরিকুল ইসলাম, মোঃ দেলাওয়ার হোসেন সহ ১২ টি ইউনিয়ন ও মূল কমিটির সকল কর্মকর্তা ও সদসবৃন্দ।অনুষ্ঠান শেষে সেরা স্বেচ্ছাসেবকদের মাঝে সন্মাননা স্বারক প্রদান করা হয়৷

প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস তরুণ ছাত্রদের এভাবে সামাজিক অঙ্গনে স্বেচ্ছাসেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে প্রিমিয়াম ছাত্রসংঘের মঙ্গল কামনায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন৷




Leave a Reply

Your email address will not be published.