সমাজের আলো : মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে কলারোয়া উপজেলায় ২০জন গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর পেল। ২০জুন (রবিবার) এসব পরিবার ২শতক জমিসহ সেমি পাকাঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ২০জন ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ১৫জনের হাতে ঘরের চাবী দলিল তুলে দেন। অবশিষ্ট ৫টি ঘরের কাজ চলমান রয়েছে। নির্মান কাজ শেষে ঐ ৫ জনের ঘর তাদেরকে হস্তান্তর করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কলারোয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দাপ্তরিক প্রধান, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম জাতির পিতাই দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় পরিবার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে ১৯৯৭ সালে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের ল্েয কার্যক্রম চলমান রয়েছে। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে মে ২০২১ পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৭৩ হাজার ৫৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দেশে ‘ক’ শ্রেণিতে গৃহহীণ ও ভূমিহীনের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং ‘খ’ শ্রেণিতে ৫ লাখ ৯২ হাজার ২৬১ জন জানিয়ে লাল্টু বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আরও ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেয়ার ল্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৫ জন উপকারভোগীর হাতে তাদের প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২ শতক জমি একটি সেমি পাকা ঘর হস্তান্তরের পর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়।




Leave a Reply

Your email address will not be published.