ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আলোচনা সভা ও দিন ব্যাপি নানান আয়োজনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে শ্রদ্ধায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে৷

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে প্রধান অতিথি তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷ এ সময় শৃঙ্খলিত ভাবে উপজেলার সরকারি বেসরকারি দপ্তর থানা পুলিশ, উপজেলা আওয়ামী অঙ্গসংগঠন ছাত্রলীগসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণে অংশ গ্রহণ করেন৷

পরে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷

রচনা চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ কারী ২৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়৷ এ ছাড়াও জলরঙে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে অতিথিদের কাছ থেকে বিশেষ পুরস্কার অর্জন করে কলারোয়া বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্নবী পাল রিয়া৷ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ এছমত আরা বেগমের তত্ত্বাবধানে অতিথিরা ১ জন যুব ও ৮ জন যুব মহীলা মোট ৯ জনের মাঝে ৩ লক্ষ ৯০ হাজার টাকার যুবঋণ বিতরণ করেন৷

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান, শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, কৃষি অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ দলীয় আওয়ামী লীগের নেতা কর্মী প্রমূখ৷




Leave a Reply

Your email address will not be published.