কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আলোচনা সভা, বৃক্ষ রোপন, শিশুদের কুইজ প্রতিযোগিতা ও শিশু রাসেলের জীবনী পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মাওলানা হাবিবুর রহমান পবিত্র কুরআন তেলওয়াত করেন ও পবিত্র গীতা পাঠ করেন এ আর মহিতোষ কর্মকার। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আব্দুর রবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জারিফা বিনতে তোফায়েল শেখ রাসেল এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এর পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তাগণ শিশু শেখ রাসেলের জন্মদিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন- শিশু রাসেলের কোন দোষ ছিলনা, সে আকুতি করে শুধু বাঁচতে চেয়েছিল। তাকে সেদিন নরপিশাচরা বাঁচতে দেইনি। হত্যা করেছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে। এর আগে সকাল ৭টার দিকে শিশু শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।




Leave a Reply

Your email address will not be published.