সমাজের আলো : কলারোয়ায় আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা সময় কাটছে। তবে তাদের ব্যস্ত সময়ের স্বল্পতার কারণে,আর মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্গাদেবী দেবলোক থেকে মানবলোকে আসবেন ভক্তদের দুঃখ দুর্দশা ঘোচাতে। আর তারই ধারাবাহিকতায় কলারোয়ায় প্রতিমা শিল্পীদের ব্যস্ততার সাথে সাথে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসব কে সামনে রেখে বিভিন্ন ধরণের প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কলারোয়ায় কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে-ইতিমধ্যে দেবীদুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমার কাজ তিনের দুই অংশ শেষ, কোথাও কোথাও সবশেষ কাজ রং তুলির কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এ যেন মনের মাধুরী মিশিয়ে শৈল্পিক কাজে ব্যস্ততাই প্রতিমা শিল্পীদের নৈপুণ্য। আর মাত্র কয়েকদিন বাকি দেবীদুর্গার পৃথিবীতে আগমনের। তাই দেবীর আগমনকে ঘিরে নানা ব্যস্ততা সনাতনীদের মধ্যে। আগামী ১লা অক্টোবর শুভ ষষ্টি পুজার মধ্যদিয়ে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কলারোয়া শাখার সাধারণ সম্পাদক সন্দিপ রায় জানান, এবার কলারোয়ায় ৪৫টি মন্ডপে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক ব্রিফিংয়ে জানিয়েছেন, সারা বাংলাদেশে ৩২হাজার ১শত ৬৮টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। মুসলমানদের আজান চলাকালিন সময়ে মসজিদের পাশ্ববর্তী পুজা মন্ডপগুলির শব্দ যন্ত্রে ব্যবহার সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন। জুয়া ও মাদকের ব্যবহার নিষিদ্ধ, মন্ডপ গুলো সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে, মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনি থাকবে ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে তিনি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.