সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের জন্য রাজস্ব উদ্বৃত্তের অর্থায়নে ৬৬ জন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ৷ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের নতুন ভবনে এ সেলাই মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্ব করেন৷ উপজেলা প্রকৌশলী নাজিমুল হকের সঞ্চালনা ও তত্ত্বাবধানে মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষে হতদরিদ্র পরিবারের বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়৷ প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ৫ লক্ষ ৬০ হাজার টাকা রাজস্ব উদ্বৃত্তের অর্থায়নে এই সেলাই মেশিনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়৷ অসহায় পরিবার গুলো আর্থিক দিক দিয়ে আরও উন্নয়ন ও আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ জন্য সেলাই মেশিন বিক্রি করা যাবেনা বিক্রির প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *