শেখ সিরাজুল ইসলাম : পাইকগাছা উপজেলার কাটিপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক খায়রুল খুলনা গাজী মেডিকেলের আই,সি,ইউ, তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্য গত দুই দিনে লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রতিদিন বিশ হাজার টাকার বেশি খরচ রয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে। হতদরিদ্র খাইরুলের মোটরসাইকেলটি ছিল একমাত্র সম্বল। সেটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে এবং ধারদেনা করে এ পর্যন্ত চিকিৎসার খরচ চালিয়ে আসছেন তার পরিবার। টাকা জোগাড়ের আর কোন পথ না থাকায় চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে মুমূর্ষ খাইরুলের। তাই মুমুর্ষ খায়রুলকে বাচাতে তার পরিবার সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্য চেয়েছেন। উল্লেখ্য, গত (৩) আগষ্ট মঙ্গলবার পাইকগাছার কাটিপাড়ার ঋষিপাড়া মোড়ে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন দুই জন। এঘনায় মোটরসাইকেল চালক শ্রীকন্ঠপুর গ্রামের মতলেব সরদারের পুত্র খায়রুলের অবস্থা এখনও আশঙ্কাজনক। মুমূর্ষ খায়রুলের স্ত্রী ও আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানিয়েছেন তার দুলাভাই তৈবুর গাজী। সাহায্যের জন্য যোগাযোগ তৈবুর গাজী মোবাঃ ০১৭১৮-৪৪৮৮৬৫।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *