কলারোয়া প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারক সম্মানানার ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধিত করা হয়েছে প্রেসক্লাবের আজীবন সদস্য, অথৈ ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমানকে। শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন) অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত মো. মশিউর রহমান। সংবর্ধিত প্রধান অতিথি মশিউর রহমান বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ (তৃতীয় নয়ন)। ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের গঠনমূলক সমালোচনা করে বাস্তবভিত্তিক রিপোর্ট করা সাংবাদিকদের দায়িত্ব। আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের যাবতীয় অসঙ্গতি দৃশ্যমান হয়, সমাজের সঠিক চিত্র উঠে আসে।” প্রধান অতিথি এসময় আরও বলেন, “কলারোয়া প্রেসক্লাবের সকল ভালো কাজের সাথে অতীতে যেমন ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।” কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, নির্বাহী সদস্য প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সদস্য তরিকুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেন, আ. রহমান, তরিকুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সাদ উল্লাহ, চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘর সভাপতি কুদ্দুস হোসেনসহ সংগঠনের লিমন হোসেন, শান্ত, ইজাজ, আরিফসহ অন‍্যান‍্য সদস‍্য বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠান শেষে সংবর্ধিত প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.