সমাজের আলো:  কলারোয়া শিশু জেনারেল (বেসরকারী) হাসপাতালে এক বিধবাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষক ওই হসাপাতালের কম্পাউন্ডার। নাম আব্দুল্যা (২৭) । সে কৌশলে ফাঁদে ফেলে একই হাসপতালের আয়াকে ধর্ষণ করে। ধর্ষিতা জানায়, তিনি স্বামী পরিত্যাক্তা। তার ১৪ বছর বয়সী এক পুত্র সন্তান আছে। কয়েকমাস পূর্বে ওই ক্লিনিকে তার এক আত্মীয়ের অপারেশন হয়। সেখানে সেই আত্মীয়কে দেখতে গেলে পরিচয় হয় হাসপাতালের কম্পাউন্ডার মো: আব্দুল্যার সাথে। পরিচয়ের সেই সূত্র ধরে গত তিন মাস পূর্বে কলারোয়া শিশু জেনারেল হাসপাতাল প্রা: লি: এর কম্পাউন্ডার মো: আব্দুল্যা (২৭) ওই ক্লিনিকে মাসিক ৩ হাজার টাকা বেতনে আয়া হিসাবে চাকরী দেয়ার প্রস্তাব দেয়। আমি অসহায় নারী হিসাবে সে প্রস্তাবে রাজি হয়ে উক্ত ক্লিনিকে চাকরী শুরু করি। ক্লিনিকে কাজ করাকালীন কম্পাউন্ডার আব্দুল্যা তার অনুগত একই ক্লিনিকের নার্স আল্পনা রাণী (১৯) খাদিজা খাতুন (২৭) কে দিয়া আমি গোসলের পর কাপড় পাল্টানোর সময় ও ঘুমিয়ে থাকাকালীন আমার নগ্ন দেহের ভিডিও মোবইলে ধারন করে। পরে কম্পাউন্ডার আব্দুল্যা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৮ সেপ্টম্বর রাত ১০ টার পরে ডাক্তার তার চেম্বার চেড়ে বাসায় যাওয়ার পর আমি ডাক্তারের চেম্বার গোছানোর কাজ করছিলাম। রাত ১১ টার দিকে সুযোগ বুঝে উক্ত কম্পাউন্ডার আব্দুল্যা তার ক্যামেরায় গোপনে ধারন করা নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আমাকে জোর পূর্বক ধর্ষন করে। আত্ম সম্মানের ভয়ে আমি ক্লিনিক থেকে নিজ বাড়ি চলে আসি। পরে চাকরি না করার কথা আব্দুল্যাকে জানিয়ে দেই। ক্লিনিকে রেখে আসা আমার ব্যক্তিগত ব্যবহৃত জিনিস পত্র আব্দুল্যাকে ফেরত দিতে বললে সে আরো ক্ষিপ্ত হয়ে তার সাথে শাররীক সম্পর্ক না রাখলে কিছুই ফেরত দেয়া হবে না বলে জানায়। এমনকি সে গত ২৭-০৯-২০২০ তারিখে তার ব্যবহৃত মোবাইল ০১৯৬৭-৪৫৯৫৬২ থেকে সকার সাড়ে ১১ টার দিকে আমার মোবাইল নাম্বারে ফোন করে আবারো হুমকি দিয়ে বলে তার কথায় রাজি না হলে আমার নগ্নছবি ফেসবুকে ছড়িয়ে দেবে। বিষয়টি আমি কলারোয়া থানার এএসআই শারমিন শিখাকে জানাই। তিনি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করে আমাকে বলেন, আব্দুল্যার মোবাইল চেক করে কিছু পাওয়া যায়নি। এ অভিযোগ নিয়ে কিছু করা যাবে না। সম্মানহারিয়ে এখন আমি নিরপত্তাহীনতায় ভূগছি। এবিষয়ে জানতে চাইলে হাসপাতালের কম্পাউন্ডার আব্দুল্যা জানায়, পুলিশকে ম্যানেজ করে ফেলেসি। বিষয়টি ভাই চেপে যান




Leave a Reply

Your email address will not be published.