সমাজের আলো :  ১৮ বছরের আগের ঘটনা। সত্য ঘটনা আড়াল করা যায় না।সেটি প্রমান হলো এ সরকারের আমলে । সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী গ্রামে ২০০২ সালের ২৬ আগস্ট রাতে ধর্ষণের শিকার মাহফুজা খাতুনের সাথে দেখা করে মামলাটি বিচারের মাধ্যমে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মুনির। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেশ কিছু উপহার নিয়ে হিজলদী গ্রামে তার বাড়িতে গিয়ে মাহফুজা খাতুনের সাথে সাক্ষাৎ করেন তিনি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মুনির গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার মাহফুজা খাতুনের সাথে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। দুঃখের বিষয় ধর্ষণের শিকার হলেও বিচার পায়নি মাহফুজা খাতুন। আমরা তার মামলাটি দ্রুত পুনরুজ্জীবিত করে বিচারের মাধ্যমে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের চেষ্টা করবো। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মুনিরের সাথে এসময় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় মাহফুজা খাতুন নিজও তাকে নির্যাতনের ঘটনাসহ তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার বিচার দাবি করেছেন।




Leave a Reply

Your email address will not be published.