সমাজের আলো : “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলার হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর এ্যাসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। এতে করে উপজেলায় কয়েক হাজার শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার ৪৮ জন হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর রয়েছে। তারা মানব দেহে টিকা দিয়ে থাকেন কিন্তু তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হয়নি। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে গত ২২ বছরে টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তাদের দাবি বাস্তবায়ন হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় কলারোয়ায় উপজেলার ৪৮ জন স্বাস্থ্য সহকারী শিশুর হাম রুবেলা টিকাদান প্রশিক্ষণে অংশ নেননি। শনিবার তারা হাসপাতাল প্রাঙ্গণে অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করছেন। তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত হাম রুবেলা টিকাদান কর্মসূচী বর্জনের ঘোষনা দেন তারা। এতে করে কলারোয়া উপজেলায় কয়েক হাজার শিশুর হাম রুবেলা টিকাদান অনিশ্চিত হয়ে পড়েছে। কলারোয়া উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নজরুল ইসলাম বলেন. কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী আমরা আন্দোলন শুরু করেছি। দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৭ জানুয়ারী পর্যন্ত হামরুবেলা টিকা দান কর্মসূচীতে উপজেলার কোন স্বাস্থ্য সহকারী অংশ নিবেন না। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক শেখ আবু আজাদ, শাহাদৎ হোসেন, সদস্য সচিব আবুল বাশার, সদস্য সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, মিজানুর রহমান, খেআদেজা খাতুন, আব্দুল জলিল, উপদেষ্টা নুর মোহাম্মাদ, গোলাম সরোয়ার, বিকাল কুমার ঘোষ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.