সমাজের আলো :  রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কারওয়ান বাজারে প্রিন্স হোটেলের সামনে ওই তরুণকে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল জিনসের প্যান্ট এবং গেঞ্জি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সমাজের আলোকে জানান, পথচারীরা জানিয়েছেন, কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের ধারণা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পথচারীরা ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিব হোসেন নামে এক পথচারী সমাজের আলোকে বলেন, রাত ৯টার দিকে ওই তরুণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার সঙ্গে কোনো মুঠোফোন পাওয়া যায়নি। যারা ছুরিকাঘাত করেছে, তারা হয়তো মুঠোফোন নিয়ে পালিয়েছে। তবে তার সঙ্গে মানিব্যাগ ছিল। সেটি ঢাকা মেডিকেলে পুলিশের কাছে দেওয়া হয়েছে।রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সমাজের  আলোকে বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থল খুঁজে পাওয়া যায়নি। সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ঢাকা মেডিকেলে একজন মারা গেছে বলে শুনেছি। সেখানে থানা-পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.