রবিউল ইসলাম : কালিগঞ্জের কালিকাপুর গ্রামের মধ্যদিয়ে বয়ে চলা খোলপেটুয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশের আশংকা দেখা দিয়েছে। যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিকাপুর ঘোলা আশ্রয়ণ প্রকল্পের গা ঘেঁষে খোলপেটুয়া নদী বয়ে গেছে। এছাড়া বারচর নামক স্থানে নদীর ধার দিয়ে ৫০ থেকে ৬০টি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে। কালিকাপুর গ্রামের রবিউল ইসলাম বলেন, জোয়ারের পানি বেড়িবাঁধের কানায় কানায় অবস্থান করছে। আরেকটু পানি বাড়লেই বাঁধ উপচে লোকালয় প্লাবিত হবে। হাফিজা খাতুন বলেন, সামনে কলাকাটা ও দুর্গাপূজার গোণ। এ সময় নদীর পানি আরো বৃদ্ধি হতে পারে। তাই এখনই বেড়িবাঁধ রক্ষার উদ্যোগ না নিলে সকলকেই ভাসতে হবে। মুদি দোকানদার আব্দুল জলিল বলেন, আমরা যারা প্রকল্পের পাশ দিয়ে বসবাস করছি। যে কোন সময় আমাদের বাড়িঘরে পানি উঠতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি




Leave a Reply

Your email address will not be published.