রবিউল ইসলাম: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শেখ আনসার উদ্দিন আর নেই। তিনি বুধবার (৭অক্টোবর) ভোর ৬টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতলে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি, আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা থেকে মহরমের মৃতদেহ অ্যাম্বুলেন্স যোগে সন্ধ্যায় গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার রামনগরে আনা হয়। সেখানে তার আত্মীয়-স্বজন গ্রামবাসী সর্বস্তরের মানুষ দেখার জন্য ভিড় জমায়। এশার নামাজবাদে রামনগর ফুটবল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামায পড়ান মাওলানা আবু বক্কর সিদ্দিক। জানাজার নামাজ শেষে রামনগর মসজিদ সংলগ্নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহরম এর স্যালোক মোজাম্মেল হক গাইন, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু। এ সময় কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেম্বরগন, আত্মীয়-স্বজন, গ্রামবাসী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। মহরম শেখ আনসার উদ্দিন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে চার বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্যন্ত সদালাপী, সদা হাস্য, উজ্জ্বল ও সবুজ মনের মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের সাথে হেঁসে কথা বলতেন এবং যথাসাধ্য উপকার করতেন।




Leave a Reply

Your email address will not be published.