রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফ মোড়ে অবস্থিত সোনার বাংলা ব্যাংক সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ব্যাংকটি সিলগালা করেন। নলতা ইউপি সচিব মোঃ কামরুল ইসলাম বাবু জানান, নলতার ইন্দ্রনগর গ্রামের কুরবান আলীর পুত্র রুহুল আমিন, তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামের লিয়াকত হোসেনসহ কয়েকজ নলতা রওজা শরীফ মোড়ে ঘর ভাড়া নিয়ে সোনার বাংলা ব্যাংক এর কার্যক্রম প্রস্তুতি নিচ্ছিল। এব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে এসে গতকাল বিকাল ৩ টায় থেকে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে সকল কাগজ প্রত্র দেখেন। অনলাইনে সার্চ দেওয়া সহ বিভিন্নভাবে যাচাই বাচাই করে সোনার বাংলা ব্যাংটি ভূয়া প্রমানিত হওয়ায় ব্যাংটি সিলগালা করা হয়েছে এবং ভূয়া ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে। এছাড়াও মোকামের কয়েকটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এসময় ইউপি সচিব কামরুল ইসলাম বাবু, ইউপি সদস্য আজমীর জামান, ঘর মারিক আব্দুস সবুর ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত ব্যাংকের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অবহতি করেছেন বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.