সমাজের আলো। । কালিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে উপজেলার সীমান্ত ঘেষা তিন নদীর মোহনার বসন্তপুরের চন্দ্রভবনকে ঐতিহাসিক স্থান ও পিকনিক স্পট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল তার ফেসবুক পেইজে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের জন্য এই খুশির খবরটি জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে রামজননী ভবনে সামনে পিকনিকের আয়োজন করে সাংবাদিক, শিল্পী, কবি সাহিত্যতিকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সেখানে ঐতিহাসিক পরিতাক্ত ভবনটিকে ঘিরে পিকনিক স্পট ঘোষণা করার দাবী তোলা হয়। সেই থেকে বসন্তপুরে পার্ক স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টা আর নিরলস পরিশ্রমে গভীর রাত পর্যন্ত সরেজমিনে সাধারণ মানুষদের কাছে তথ্য নিতে শুরু করেন। একপর্যায়ে চন্দ্রভবনের সকল তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে পার্ক তৈরীর জোরালো দাবি তুলে ধরেন তিনি। অবশেষে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল “বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক” নামটি অনুমোদন দিয়ে আগামী সপ্তাহে উদ্বোধনের কথা বলেন। এদিকে বসন্তপুরে পার্ক তৈরী ও নামকরণ করায় কালিগঞ্জবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.