সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলার প্রান কেন্দ্রে অবস্হিত মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের, ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ডিসেম্বর) সকাল ১১.৩০মিনিটে স্কুল প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক জনাব আশেক মেহেদীর সভাপতিত্বে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো, আনারুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ নাম্বার মৌতলা ইউপি চেয়ারম্যান মৌতলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা ফেরদাউস মোড়ল।,বক্তব্যে তিনি বলেন শিক্ষায় জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।
অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী রফিকুল রহমান,
মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,
এই ছাড়া আরো উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা তাহমিনা পারভীন,
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ মশিউর রহমান, সদস্য মুন্সি মুকুল, সদস্য কার্তিক চন্দ্র ভাইয়া, সদস্য শেখ মাহমুদুল্লাহ হক জিল্লু, আনসার উদ্দিন লাভলু প্রমুখ।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলে
অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
ফল প্রকাশ অনুষ্ঠানে শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট পুরস্কৃত করা হয়।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.