সোমবার (২৬ ডিসেম্বর) তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে মৃৎশিল্পে ব্যবসায় সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহায়তায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উপ-প্রকল্পের আওতায় বিষয়ক অনুষ্ঠিত সমন্বয় কর্মশালায় ২৫ জন মৃৎশিল্পী বিসিক অংশগ্রহণ করেন। এসইপি প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির শাওনের সভাপতিত্বে ও পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিসিক এর উপ-মহাব্যবস্থাপক এনাম আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক এর উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা ওবাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান । এ সময় ডকুমেন্টেশন ও রিপোর্টিং কর্মকর্তা রাসেল আহমেদ,সাংবাদিক তাপস সরকারসহ এসইপি প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে উপস্থিত মৃৎশিল্পীগণ প্রকল্পের আওতাভুক্ত মৃৎশিল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.