রবিউল ইসলাম: কালিগঞ্জের সিমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনায় বসন্তপুর যেন এখন অপরূপ সৌন্দর্য্যের প্রতিকী নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। শুধু যে কোন উৎসব কিংবা দিবস নয়, সারা বছরই এখানে ভ্রমণপিপাসু মানুষের ভিড় থাকে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনোদন পিপাসুদের ভিড়। তবে করোনার কারণে কিছুদিন মানুষের ভিড় কিছুটা কম থাকলেও আবার নতুন করে তা জমজমাট হয়ে উঠেছে। তাই সিমান্তবর্তী কালিন্দীর পাড় ঘিরে গড়ে উঠতে পারে ভ্রমণপিপাসুদের বড় বিনোদন কেন্দ্র। শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ পরিবার পরিজনদের নিয়ে বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় নদী পাড় দিয়ে হাঁটছেন। নদীর কিনারে শত শত মানুষের ভিড়। দূর থেকে দেখা যায় ভারতের হিঙ্গলগঞ্জ বাজার। পাড়ে হাটতে হাঁটতেই চোখে পড়ল চারজন তরুণ সমবয়সী একসঙ্গে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলছেন। বিশেষ করে বিকেল হলে সিমান্তবর্তী নদীর পাড়ের চেহারা আমূল বদলে যায়। তবে শুক্রবার ও ছুটির দিনগুলোয় দর্শনার্থীদের ভিড় বাড়ে। প্রকৃতিপ্রেমি মানুষ নদীর সৌন্দর্যে অভিভূত হয়ে বার বার ছুটে আসে এখানে। তাছাড়া ব্রিটিশ আমলে নির্মিত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত “রামজননী ভবন” এলাকায় গড়ে উঠা বিনোদন ও পিকনিক স্পট কেন্দ্র এক পলক দেখলেই মুখ ফিরাতে পারবেনা কেউই। একবার আসলে বার বার আসতে মন চায় সবার। তারপরও পুরাতন এই ভবনের অজানা ইতিহাস জানতে চায় সবাই। সব মিলে জায়গাটা সবসময় মুখরিত থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমলে পরিত্যক্ত বাড়ি “রামজননী ভবন” এলাকায় দর্শনার্থীদের ভিড়ে এখন বিনোদন কেন্দ্র ও পিকনিক কর্ণার হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিমধ্যে গত ৮ ফেব্রুয়ারি উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যাবস্থাপনায় দিন ব্যাপি জাগজমকপূর্ণ পিকনিক শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল রামজননী ভবনের পরিত্যাক্ত জমিতে পিকনিক স্পট কর্ণার ঘোষনা দেন। এই পিকনিকে ততকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপজেলার বিশিষ্ঠ জনেরা অংশগ্রহন করেন। সেই থেকে আকর্ষণীয় হয়ে উঠেছে “রামজননী ভবন” এলাকাটি। বিভিন্ন স্হান থেকে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, পুরাতন রামজননী ভবন দেখার পর আমরা নদীর সৌন্দর্য দেখার সুযোগ পেয়েছি। ভালই মজা লাগলো, তবে একটা পার্ক বা বিনোদন কেন্দ্র থাকলে আমরা আরো বেশী মজা পেতাম। প্রকৃতি প্রেমিক হাবিব উল্যাহ বলেন, পড়ন্ত বিকেলে নদীর বুকে সূর্যের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে নদীর পাড়ে পার্ক হলে আরও বেশী আনন্দ উপভোগ করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব হোসেন নামের একজন বলেন, কালিগঞ্জের সিমান্ত এলাকায় এই প্রথম ঘুরতে এলাম। এমন সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি রাখবো প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জায়গাটি দর্শনার্থীদের জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা হোক।




Leave a Reply

Your email address will not be published.