রবিউল ইসলামঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা করোনা এক্সপার্ট টিম এর ১ম বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্কে অনুষ্ঠিত বনভোজনে আলোচনা সভায় করোনা এক্সপার্ট টিমের এডমিন সেলিম শাহারিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নজিবুল আলম। তিনি বক্তব্যে বলেন কালিগঞ্জের বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক হতে পারে ভ্রমন পিপাঁসুদের মিলনস্থল। জেলার অনেক ঊপজেলায় পার্ক ও পিকনিক কর্ণার থাকলেও কালিগঞ্জ তেমন স্পট ছিলোনা। তবে সম্প্রতি সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক নামকরণ করে ২৯ অক্টোবর ২০২০ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমরা চেষ্টা করবো এই ইকো পার্কটির আধুনিকায়ন করতে। কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিম এদেশের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি যতোদূর জানি করোনাকালীন সময়ে জনসচেতনতায় ব্যাপক কাজ করেছে। বনভোজন অনুষ্ঠানে উপজেলা করোনা এক্সপার্ট টিমের মাষ্টার ট্রেনার ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আইএম (রিম্যাপ) সাতক্ষীরা কো-অর্ডিনেটর ইশারাত আলী, কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের প্রধান সমন্বয়কারী সাংবাদিক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, করোনা এক্সপার্ট টিমের মথুরেশপুর ইউনিয়নের সহকারী টিম লিডার ও সাংবাদিক ফরিদুল কবীর, চাম্পাফুল ইউনিয়নের টিম লিডার আমিনুর রহমান। কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিম এর আয়োজনে চন্দ্রমহল চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল করোনা এক্সপার্ট টিমের পরিচিত সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌভ্রমন ও ইসামতি, কালিন্দী ও কাকশিয়ালীর তৃমোহনায় গোধুলীলগ্নে লাল আভায় সুর্যাস্ত দর্শন।




Leave a Reply

Your email address will not be published.