দীর্ঘ ৭মাস ধ‌রে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান লাপত্তা। তি‌নি স্কু‌লে আ‌সেন না, পাঠদান থে‌কে বিরত আ‌ছেন এবং স্কু‌লের হা‌জিরা খাতায় স্বাক্ষর ক‌রেননি। এ নিয়ে স্কু‌লে নানা আ‌লোচনা সমা‌লোচনা ও জল্পনা তৈরী হয়েছে। এ‌দি‌কে ঐ শিক্ষক স্কু‌লে না আসায় শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী এবং বিদ্যালয় সমানতা‌লে ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে ম‌র্মে অ‌ভিভাবক‌ তর‌ফে জানা‌গে‌ছে। এছাড়া আরও জানা‌গে‌ছে যে, আব্দুুর রহমান ছু‌টি নেয়নি। তি‌নি স্কু‌লের প্রধান শিক্ষক কিম্বা স্কুল প‌রিচালনা ক‌মি‌টির কা‌রও সা‌থে কোন যোগা‌যোগ ক‌রেনি। গত ৭ মাস ধ‌রে স্কু‌লে না আসা শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কু‌লের প্রধান শিক্ষক আব্দুর রা‌শে‌দের কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন আমরা তার ব‌্যাপা‌রে খোঁজ খবর নি‌য়ে‌ছি। তার পরিবার থেকে জানানো হয়েছে তি‌নি বা‌ড়ি‌তে নেই। তবে শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ চলে গে‌ছেন। ই‌তিম‌ধ্যে স্কুলের না আসার কারণ জান‌তে চে‌য়ে আমরা তিনবার তার বাড়ী‌তে নোটিশ পাঠিয়েছি কিন্তু তিনি কোন জবাব দেন নি। গত ছয় মাস ধরে উধাও হওয়া শিক্ষক আব্দুর রহমান সম্পর্কে স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ ইশারাত আলী বলেন স্কুল পালা‌নো ঐ শিক্ষ‌ক কেন স্কুলে আস‌ছেনা আমরা তার কারন জা‌নিনা।‌ তার পরিবারের পক্ষ থেকে কোন যোগা‌যোগ করা হয়‌নি। শু‌নে‌ছি তি‌নি বি‌দেশ গে‌ছেন। আব্দুর রহমান দীঘ‌দিন পাঠদান থে‌কে বিরত থাকার কার‌নে স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৭মাস ধরে একজন শিক্ষক কোন কারণ ছাড়া স্কুলে না আসলে ছাত্র-ছাত্রী ক্ষতি হয় এবং তার ক্লাস নেওয়ার জন্য অন্য শিক্ষকের উপর চাপ বা‌ড়ে। আমরা বিষয়টি নিয়ে ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির মি‌টিং‌য়ে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালীগঞ্জ প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.